বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে (HIES) ২০২০-২১ প্রকল্পের আওতায় HIES ২০২২ জরিপের ১৪তম পর্যায়ে রাজশাহী জেলার বাগমারা উপজেলার কাচারি কোয়ালিপাড়া ইউনিয়নের কালিকাপুর মৌজা হতে তথ্য উপাত্ত সংগ্রহ কার্যক্রম ১১ অক্টোবর, ২০২২ হতে ৩০ অক্টোবর, ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত SRS পদ্ধতিতে ২০টি খানা হতে পরিচালিত হচ্ছে। এ কাজে রাজশাহী জেলায় প্রতিটি পিএসইউ-তে ০২ জন করে Female Facilator, ০২ জন তথ্য সংগ্রহকারী, ০১ জন সুপারভাইজার এবং ০১ জন সুপারভাইজিং কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস