Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রশিক্ষণের তালিকা

জেলা পরিসংখ্যান কার্যালয়, রাজশাহী এর চলমান প্রশিক্ষণের তালিকা:
 

 ১. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র জেলা পরিসংখ্যান কার্যালয়, রাজশাহী এবং এর আওতাধীন উপজেলা, উপজেলা, মেট্রোথানা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয়ে আগামী ০৮ ডিসেম্বর, ২০২২ খ্রি. তারিখ মোট ০১ (এক) দিন ব্যাপি কৃষি(তফসিল-০২, তফসিল-০৩,তফসিল-০৪,তফসিল-০৫, তফসিল-১০ ও তফসিল-১১) প্রটোকল ব্যবস্থাপনা ও কার্যাবলী, অবসর উত্তর ছুটি এবং ছুটির নগদায়ন, চাকুরি বহি ও চাকুরি বিবরণী, জাতীয় উদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা সংক্রান্ত বিষয়ের উপর সকাল ৯.০০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত জেলা পরিসংখ্যান কার্যালয়, রাজশাহীতে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

যোগাযোগ:

জেলা পরিসংখ্যান অফিস, রাজশাহী।

বাড়ী-০১, সঞ্চয় নিকেতন (নীচ তলা)

নতুন বিলসিমলা, বর্ণালী মোড়, (মৎস ভবনের পাশে)

রাজশাহী।

ফোনঃ ০২৫৮৮৮০১৩৪৪